৮ বছরের কারাবাসে প্রায় ৪১ হাজারবার চোখ ও হাত বাঁধা হয়েছে: আযমী

 ৮ বছরের কারাবাসে প্রায় ৪১ হাজারবার চোখ ও হাত বাঁধা হয়েছে: আযমী


বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, তাকে টয়লেটেও নিয়ে যেতে বাধ্য করা হতো, এবং সেই সময়েও তার চোখ-হাত বাঁধা থাকতো। ৮ বছরের বন্দি জীবনে ২,৯০৮ দিনে মোট প্রায় ৪১ হাজারবার তার চোখ ও হাত বাঁধা হয়েছে।

ff f

শনিবার (১৮ জানুয়ারি) তার ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন আযমী।

বিনা অপরাধে ৮ বছর ‘আয়না ঘরে’ গুম থাকার পর গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান। মুক্তির পর থেকে তিনি বিভিন্ন সময়ে তার বন্দী জীবনের ভয়াবহ অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন।

Post a Comment

0 Comments