শেখ হাসিনা ভারতে অবস্থান করে সাক্ষীদের হুমকি দিচ্ছেন: চিফ প্রসিকিউটর

 শেখ হাসিনা ভারতে অবস্থান করে সাক্ষীদের হুমকি দিচ্ছেন: চিফ প্রসিকিউটর


জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে সাক্ষীদের হুমকি-ধমকি দিচ্ছেন এবং তাদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ‘আমরা দেখছি শেখ হাসিনা ভারতে বসে ঘৃণাব্যক্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি হুমকি-ধমকি দিচ্ছেন এবং সাক্ষীদের ভয় দেখাচ্ছেন। বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্যই তিনি এসব করছেন।’

তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালের আদেশ রয়েছে শেখ হাসিনার ঘৃণাব্যক্ত বক্তব্য প্রচার না করার বিষয়ে। তারপরও কিছু গণমাধ্যমে তার ওই বক্তব্য প্রচার হচ্ছে। আমরা অনুরোধ জানাই, তার ঘৃণাব্যক্ত বক্তব্য প্রচার না করতে। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করে, যদি শেখ হাসিনার এমন বক্তব্যের প্রচার অব্যাহত থাকে, তাহলে আমরা পদক্ষেপ নেওয়ার চিন্তা করবো।’

এছাড়া, ২০২৪ সালের ৫ ডিসেম্বর, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ‘বিদ্বেষমূলক’ বক্তব্য সংক্রান্ত দেশি-বিদেশি আইনের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের আবেদনের শুনানি শেষে বলা হয়, ‘তিনি (শেখ হাসিনা) যে বক্তব্য দিচ্ছেন তা ঘৃণাব্যক্ত বক্তব্য, সেগুলো বন্ধ করার জন্যই আবেদন করা হয়েছে।’

এই আবেদনের ওপর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments