ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

 ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের


ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে এক হাজার ১১৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মামলার প্রধান আসামী হিসেবে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম ভ্রাতৃদ্বয়কে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, আহসানুল আলম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান ছিলেন।

গতকাল বৃহস্পতিবার, দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামীরা ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ অক্টোবর পর্যন্ত ইউনাইটেড সুপার ট্রেডার্স প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে এবং জালিয়াতির মাধ্যমে একযোগে এই অর্থ আত্মসাৎ করেছেন।

f ff

মামলার ৫৪ আসামির মধ্যে ইসলামী ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়ী রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আহসানুল আলম, ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, সৈয়দ আবু আসাদ, ড. ফসিউল আলম, মোহাম্মদ মনিরুল মাওলা, জামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ কাশেম, মুহাম্মদ কায়সার আলী, সোহেল আমান, শাহাদাৎ হোসেন, মাইন উদ্দিন, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, মো: নাইয়ার আজম, মুহাম্মদ নূরুল হোসাইন কাওসার, মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, আবুল ফাইয়াজ মোহাম্মদ কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, এবং একাধিক ব্যবসায়ীর নামও রয়েছে।

এছাড়া, ইসলামী ব্যাংকের বাইরের আসামিদের মধ্যে রয়েছেন- তৌফিকুল ইসলাম চৌধুরী, এস. এম নেছার উল্লাহ, মোহাম্মদ মহসিন মিয়াজী, সালাহ উদ্দিন সাকিব, মোহাং আব্দুল মজিদ খোকন, ইকবাল হোসেন, আরশাদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল কালাম, রাশেদুল আলম, মোহাম্মদ আব্দুস সবুর, ফারজানা বেগম, আব্দুল ওয়াহিদ, মনতোষ চন্দ্র রায়, নজরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আনছারুল আলম চৌধুরী, রায়হান মাহমুদ চৌধুরী, এম এ মোনায়েম, মাহাফুজুল ইসলাম, মোহাম্মদ গোলাম রাব্বানী চৌধুরী, সহিদুল আলম, এবং মোহাম্মদ গোলাম সরওয়ার চৌধুরী।

Post a Comment

0 Comments