১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াতে ইসলামী আমীরের

 ১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াতে ইসলামী আমীরের


মাগুরার শিশু আছিয়ার পাশবিক ধর্ষণের ঘটনায় তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান। তিনি ১৩ মার্চকে ‘আছিয়া দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দেন। এই দিবসের মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করা এবং এমন একটি সমাজ নির্মাণ করা, যেখানে শিশু, নারী ও পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের আমীর এই প্রস্তাব তুলে ধরেন।

বিবৃতিতে তিনি বলেন, “মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশু আছিয়া আজ দুপুর ১টার দিকে সারা দেশকে কাঁদিয়ে ইন্তিকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তায়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন, আমিন।”

তিনি আরও বলেন, “মহান রবের কাছে দোয়া করি, তিনি যেন আছিয়ার পিতা-মাতাসহ তার পরিবার এবং দেশের বিবেকবান জনগণকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”

জামায়াতের আমীর ওই বিবৃতিতে উল্লেখ করেন, “মানুষের চেহারা ধারণ করা যে পশুরা এমন পাশবিক ঘটনা ঘটিয়েছে, তাদের জন্য কঠিনতম এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। শাস্তি অবশ্যই ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে এবং তা এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকতে হবে যা যুগ যুগ ধরে মনে রাখা হবে।”

ff f

উল্লেখ্য, মাগুরা পৌর এলাকায় ৫ মার্চ দিবাগত রাতে আছিয়া ধর্ষণের শিকার হয় বলে তার পরিবার জানায়। প্রথমে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়, এবং সেখানে আজ সে মারা যায়।

Post a Comment

0 Comments