এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কী নির্বাচন হবে"

 এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কী নির্বাচন হবে"

বাংলা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নীলফামারি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, লালমনিরহাট পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের দু’জন সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা সামনে রেখে তিনি প্রশ্ন তুলেছেন, “এই পরিস্থিতিতে নির্বাচন কী কিসের? কী নির্বাচন হবে?” তার মন্তব্য, “এই জন্য নির্বাচনের পরিবেশ তৈরি করা আগে অবশ্যই প্রয়োজন।

f ff

তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ গড়ার জন্যই মৌলিক সংস্কারের বিষয়গুলো সামনে আসে। আমরা আশা করি, মূল আইনি-সংগঠনগত সংস্কার কার্যকর হলে, আলহামদুলিল্লাহ, একটা ভালো নির্বাচন সম্ভব হবে। ‘যদি’র কোনো সুযোগ নেই: সংস্কার করতে হবে, আর ভালো নির্বাচন করতে হবে।”

‘মব–সন্ত্রাস’ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “দেশে Mob‑সংস্কৃতি ১৯৭২ সাল থেকে চলে আসছে এবং এখনও অব্যাহত আছে। কিন্তু আমরা মব‑সন্ত্রাসের কঠোর বিরোধী। জামায়াতের কোনো কর্মী‑সমর্থক এই ধরনের ঘটনায় জড়িত নয়।”

f ff

তিনি আরও বলেন, “যারা এই ধরনের সহিংসতায় জড়িত, তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজনৈতিক দলদের। এর পর রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রের ওপর চাপ দিলে হবে না। দলের নেতাদের প্রথমে নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, তারপর রাষ্ট্র পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব নেবে।”

আদালতের মাধ্যমেই বিচার নিশ্চিত হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, “বিচার একটাই হবে – আদালতের মাধ্যমে, কারো হাতে তুলে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।”

জামায়াত আমীরের এ সংক্ষিপ্ত বক্তব্যের পরে তিনি রংপুরে দলের জনসভায় যোগ দিতে রওনা দেন।




Post a Comment

0 Comments