বৃহস্পতিবারের পরিষদে অনুষ্ঠিত সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইসলামী ব্যাংকের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে, বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে চেয়ারম্যান করার দাবিতে একটি পক্ষ আন্দোলন করেছিল, যদিও বলা হচ্ছে বিক্ষোভে অনেকেই “বহিরাগত” ছিলেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা শুরুর পূর্বে। একটি অংশ মোখায় জোবায়দুর রহমানের অপসারণ দাবি করে, অন্যদিকে আরেক দল মিছিল করে তার চেয়ারম্যান নিয়োগের পক্ষে। বিক্ষোভের উত্তেজনায় দুই পক্ষের ভিড়বিদ্ধ সংঘর্ষ শুরু হলে মতিঝিল থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পুলিশের অনুরোধে উভয় পক্ষ সরে গেলে দুপুর আড়াইটায় ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল-মাসুদ মন্তব্য করেছেন, পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ঐক্য রয়েছে এবং বিক্ষোভকারীরা “সবই বহিরাগত”। গত ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংক সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল-মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছিল।
এক একজন কর্মকর্তা জানিয়েছেন, মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক জোবায়দুর রহমানকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার পর পুরনো অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়, যা বিতর্কের এক সূত্র হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবারের সভা থেকে দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে:
১. নতুন করে দুইটি অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত আগস্টের মধ্যে বার্ষিক রিপোর্ট চূড়ান্ত করবে।
২. ব্যাংকের আরডিএস প্রকল্পের কর্মীদের মধ্যে যোগ্যদের প্রতি বছর ফুল‑টাইম (মূল) ব্যাংকিংয়ে স্থানান্তর করে দেওয়ার প্রথা পুনর্বহাল করা হয়েছে। এটি ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটি অধিগ্রহণের পর বন্ধ হয়ে গিয়েছিল।
0 Comments