আমরা লঞ্চঘাট-বাসস্ট্যান্ড করি, আর জামায়াত বিশ্ববিদ্যালয় দখল করে: বিএনপি নেতা আলতাফ
বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য: "আমরা লঞ্চঘাট-বাসস্ট্যান্ড দখল করি, আর জামায়াত বিশ্ববিদ্যালয় দখল করে।"
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সম্প্রতি দলের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন, "বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে, তারা জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি।"
f ff
তিনি আরও বলেন, শুধু নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চাঁদাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন?
তার এই বক্তব্য স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান তার এই মন্তব্যকে 'আত্মঘাতী' বলে অভিহিত করেছেন। অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেছেন, এ ধরনের বক্তব্যের কারণে তিনি মানুষের কাছে হাসির পাত্র হয়েছেন।
0 Comments