যুক্তিসঙ্গত সময়ে সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

যুক্তিসঙ্গত সময়ে সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা


 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তিসঙ্গত সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার (০৫ আগস্ট) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় থেকে জুলাই ঘোষণাপত্রে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।

ff f

এ সময় তার পাশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের জুনাইদ সাকিসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর মঞ্চের সামনে বসে ছিলেন সরকারের অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন দলের নেতৃবৃন্দসহ অন্যরা

Post a Comment

0 Comments