“ডাকসু নির্বাচনের দিন অসুস্থ হয়ে মৃত্যু হওয়া সেই সাংবাদিকের বাড়িতে ছাত্রশিবিরের এই কার্যকলাপ।”

 “ডাকসু নির্বাচনের দিন অসুস্থ হয়ে মৃত্যু হওয়া সেই সাংবাদিকের বাড়িতে ছাত্রশিবিরের এই কার্যকলাপ।”


ঢাবি ছাত্রশিবিরের নেতারা সেই সাংবাদিকের বাড়িতে যান যিনি ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় অসুস্থ হয়ে মারা গেছেন।
ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ তার ব্যক্তিগত ফেসবুক পেইজে প্রকাশ করেন, নির্বাচনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল শিবলী ভাই মারা যান। তিনি দুই সন্তান রেখে গেছেন — বড় কন্যার বয়স চার বছর, আর ছোট কন্যার দেড় বছর। চার বছরের আয়াত বলছে, “আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটি জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই আমি মা ও আজমীনকে ভালোভাবে দেখব, তাদের আদর করব।”

f ff

ছাত্রশিবির পরিবারের খরচের জন্য আপাতত দুই লাখ টাকা দিয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সীমা অনুযায়ী তারা পরিবারটির পাশে থাকবে।
ছোট শিশুগুলো ও পরিবারের জন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন কেন্দ্রিক সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করার সময় সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী মারা যান। 

Post a Comment

0 Comments