“একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ করা হবে।”
সমস্যায় পড়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এই একীভূত প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য চলতি সপ্তাহেই প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দেবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসক হবেন, এবং তাঁকে সহায়তার জন্য থাকবেন চারজন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। তাঁরা মিলিতভাবে ব্যাংকগুলোর ভবিষ্যত নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করবেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসক একবার নিয়োগের পর বর্তমান পরিচালনা পর্ষদ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে। শেষ পর্যন্ত একীভূত প্রক্রিয়া সম্পন্ন হলে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটিগুলো বাতিল করা হবে।
ff f
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক — এই পাঁচ ব্যাংক একীভূত হয়ে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠন করা হবে, যার প্রস্তাবিত নাম ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। নতুন ব্যাংকের লাইসেন্স শিগগিরই দেওয়া হবে। একীভূতকরণের জন্য সরকার থেকে প্রায় ৳২০,২০০ কোটি মূলধন দেওয়া হবে, এবং পরবর্তী আর্থিক চাহিদা মেটানো হবে অন্যান্য উৎস থেকে।
জানা গেছে, এই পাঁচ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৪৮ শতাংশ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত। একীভূত করার জন্য প্রয়োজনীয় অর্থের সর্বমোট পরিমাণ ধরা হয়েছে ৳৩৫,২০০ কোটি, যার মধ্যে সরকারের অংশ হবে ৳২০,২০০ কোটি।
0 Comments