“নতুন শর্তে নিয়ন্ত্রিত কমিশন”

 “নতুন শর্তে নিয়ন্ত্রিত কমিশন”


“জুলাই জাতীয় সনদ সংক্রান্ত জটিলতা যেভাবে বাড়ছে”

জুলাই জাতীয় সনদ এখনো কার্যকরভাবে চূড়ান্ত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন দাওয়াই জমা পড়েছে নানান শর্তে, ফলে সনদ ও তার বাস্তবায়ন প্রক্রিয়া গুছিয়ে তোলাই সম্ভব হচ্ছে না। প্রথম দফায় মেয়াদ একমাস বাড়িয়ে দেওয়া হলেও কাজ শেষ করতে পারেনি 
গতকাল কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, যেটি দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে ছিল। এই বৈঠকেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। কয়েকটি দল কমিশনের মেয়াদ আবারও বাড়ানোর প্রস্তাব তুলেছে। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, কমিশনের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে।

ff ff

সর্বশেষ চেষ্টায় কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে, তবে ঐকমত্য কতটা হবে তাতে সন্দেহ আছে। প্রায় ৩০টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নিয়েছে এবং সনদ বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে দুই ধরণের অবস্থান রয়েছে।
বিএনপি ও তাদের সমমনা দল এবং জোট চান যে সংবিধানসংক্রান্ত বিষয়গুলো ছাড়া বাকি প্রস্তাবগুলো নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হোক। সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচিত সংসদে গড়ে তোলা হোক। জামায়াতে ইসলামী ও সমমনা দল, জাতীয় নাগরিক পার্টি ও আরও কিছু দল আগ্রহী নির্বাচনের আগেই “জুলাই সনদ”-কে আইনি ভিত্তি দিয়ে তা চালুর। এই ভিত্তিতেই তারা আগামী নির্বাচন আয়োজনের দাবি করছেন।




Post a Comment

0 Comments