ডাকসু ও জাকসুর ফল আগামী জাতীয় নির্বাচনের গতিধারাকেও প্রভাবিত করবে।
ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনের বিজয় আগামী জাতীয় নির্বাচনেও গভীর প্রভাব ফেলবে। তিনি আরও যোগ করেন, “আল্লাহ্র আল্ল্যয় রহমতে ছাত্রশিবির এই দুই নির্বাচনে জয়ী হয়েছে; অনেকেই এ জয় দেখে আবেগাহত হয়েছেন। ইনশাআল্লাহ্ এই ফল আগামী জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে।”
তিনি বলেন, আমাদের যারা পছন্দ করেন ও আমরা যাদের পছন্দ করি, তাদের সঙ্গে মিলেমিশে আগামী নির্বাচন পুরোদমে করতে চান — তিনশ’ আসনে প্রতিযোগিতা করার প্রত্যাশা রয়েছে। সেই নির্বাচনে জয় লাভের লক্ষ্যে আর্থিক কোরবানিসহ সর্বাত্মক সহায়তা ও সহযোগিতা করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
f ff
রবিবার রাজধানীর মগবাজার আল-ফালাহ্ মিলনায়তনে জামায়াতে ইসলামের মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন জামায়াত আমীর। তিনি আরও বলেন, অনেক আন্দোলন ও ত্যাগ—কোরবানি দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি “নতুন বাংলাদেশ” পেয়েছি। ‘২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন, কেউ কেউ হাত, পা ও চক্ষু হারিয়েছেন। এই সমস্ত ত্যাগের বিনিময়ে আল্লাহ্ আমাদের একটি মহান বিজয় দিয়েছেন। আল্লাহ্ সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির প্রতিদান দিন।
0 Comments