.ঋণ পরিশোধ না করে ব্যাংকের নামেই এস আলমের ১৩ মামলা.
ঋণ পরিশোধ না করে এবার ব্যাংকের বিরুদ্ধে মামলায় নেমেছে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম। গত মে মাস থেকে Grুপটি পাওনাদার ব্যাংকগুলোর বিরুদ্ধে ১৩টি মামলা করেছে, এসব মামলায় তারা ১৬,২৭০ কোটি টাকা ব্যাংকগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ দাবী করছে।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর গ্রুপটির কর্ণধাররা গায় ঢাকা দিয়েছেন; এর ফলে ব্যাংকগুলো ঋণ আদায়ে আইনি সহায়তার আশ্রয় নিচ্ছে। পাওনাদার ব্যাংক ও আদালতের তথ্যমতে, চট্টগ্রামের অর্থঋণ আদালতে এস আলমের কাছ থেকে ৬৪,২৯৮ কোটি টাকা পাওনা আদায়ে এ পর্যন্ত ৩৩টি মামলা করা হয়েছে; এই মামলাগুলো ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং জনতা ব্যাংকের বিরুদ্ধে শুরু করা হয়েছে।
ff f
এস আলম গ্রুপ ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্ণধারদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ রয়েছে আদালতের। ব্যাংক বলছে, কর্ণধাররা ইতিমধ্যে অনেকেই দেশত্যাগ করেছেন। এরপরও গত এক বছরে কোনো ঋণ পরিশোধ করা হয়নি, বরং ব্যাংকগুলোর বিরুদ্ধে ফিরতি মামলা শুরু হয়েছে — যা ঋণ আদায়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

0 Comments