জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন: বহু দেশের কূটনীতিকদের নীরব প্রতিবাদ

 জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন: বহু দেশের কূটনীতিকদের নীরব প্রতিবাদ


জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন: বহু দেশের কূটনীতিকদের নীরব প্রতিবাদ

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে উঠলে অভূতপূর্ব প্রতিবাদের মুখে পড়েন। বহু দেশের কূটনীতিকরা তাঁকে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই সম্মেলন কক্ষ ত্যাগ করেন। এই গণ-বর্জনের ফলে হলের দরজার কাছে দীর্ঘ লাইন তৈরি হয়।

তবে এই প্রতিবাদের বিপরীতে অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্র-এর প্রতিনিধিরা। তারা করতালির মাধ্যমে নেতানিয়াহুকে স্বাগত জানান। অন্যদিকে, ব্রাজিলের প্রতিনিধিরা ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী 'কেফিয়াহ' পরিধান করে তাঁদের নীরব বিক্ষোভে অংশ নেন।

বর্জনের পটভূমি: 'যুদ্ধাপরাধী' আখ্যা ও গ্রেপ্তারি পরোয়ানা

নেতানিয়াহুর ভাষণ বর্জনের এই আহ্বান আসে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে। তারা জাতিসংঘের সদস্য দেশগুলোকে চিঠি দিয়ে এই ভাষণ বর্জন করতে অনুরোধ জানান এবং নেতানিয়াহুকে সরাসরি 'যুদ্ধাপরাধী' হিসেবে অভিহিত করে।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গাজায় চলমান সংকটের ভয়াবহতা

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ২ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই সাধারণ বেসামরিক মানুষ। এছাড়া, অধিকাংশ ফিলিস্তিনিকেই অন্তত একবার তাঁদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে।



Post a Comment

0 Comments