“উপদেষ্টারা কারা ষড়যন্ত্র করছেন?”
কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সেফ এক্সিট সংক্রান্ত অভিযোগ তোলেছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে জামায়াত ও এনসিপি’র পক্ষ থেকে বলা হয়েছে — তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পটভূমি তৈরি করছেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে দাবি করেছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) নিয়ে চিন্তা করছেন এবং প্রয়োজনে তাদের নাম প্রকাশ করবেন।
নাহিদের এই মন্তব্যের পর সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তারা স্পষ্ট করেছেন, তাদের কাছে সেফ এক্সিট কোনো উদ্দেশ্য নয়। (
তদুপরি জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন — “কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তারা নীলনকশা নির্বাচন চালাতে চায়; তাদের নামও আছে, কণ্ঠ রেকর্ড ও মিটিংয়ের তথ্য আমাদের কাছে আছে।”
f ff
বিএনপি’র স্থায়ী কমিটিও উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে — বিশেষ করে রদবদল এবং পদায়ন সংক্রান্ত কার্যক্রমে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে।
এ কথা বলা হচ্ছে — যারা এই অভিযোগ তুলেছে, তারা মূলত সেই সরকারের গঠন বা পরিচালনায় ভূমিকা রেখেছে। তাদের পক্ষ থেকে এক্ষেত্রে উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তোলাকে অনেকে ধূম্রজাল বলছেন।
নাহিদ ইসলামের মতে, “অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছে, সেফ এক্সিটের কথা ভাবছে।”
তালিকাভুক্ত কিছু উপদেষ্টা (যেমন আইন, সড়ক, স্বরাষ্ট্র, পরিবেশ বিষয়ক) এ বিষয়ে তাদের মত প্রকাশ করেছেন, কিছু বলছেন তাদের বিরুদ্ধে কোনো ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।
উদাহরণস্বরূপ, উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন — “আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই থাকব।”
0 Comments