বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল আওয়ামী লীগ-কে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে, দলটির লাখ লাখ সমর্থক ভোট বয়কট করবে।
ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত তিনি, বুধবার বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন।
f ff
শেখ হাসিনা আরও জানান, যদি আগামী নির্বাচনে তাঁর দল বাদ দেওয়া হয়, তাহলে যেকোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না — এবং তিনি ভারতে অবস্থান করে থাকবেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বে ব্যাপক রক্তক্ষয়ী আন্দোলনের সময় তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান।
তার বিদায়ের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের অঙ্গীকার করেছে।
“আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায়ই নয়, বরং আত্মঘাতী” — বলেছেন তিনি।
তিনি আরও বলেছেন, “পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক, এমন পরিস্থিতি থাকলে, ভোটে অংশ নিবে না। একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না।”
 
 
 
0 Comments