জামায়াতের প্রার্থী তালিকায় ১৫ চিকিৎসক

জামায়াতের প্রার্থী তালিকায় ১৫ চিকিৎসক


আগামী কয়েক দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তাঁরা সভাসমাবেশ, উঠান বৈঠক, কর্মী সম্মেলন করে চলেছেন। এর মধ্যে দলের পক্ষ থেকেও নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা না করলেও স্থানীয়ভাবে প্রায় ৩০০ আসনেই মনোনয়ন চূড়ান্ত করে তাদের নাম প্রকাশ করেছে। এদের মধ্যে সম্ভাব্য তালিকায় রয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন পর্যায়ের ১৫ জন চিকিৎসক।

জামায়াত নেতারা বলছেন, ‘কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। যেহেতু তারা এবার এককভাবে নির্বাচন করবে না। ইতোমধ্যে আটটি দলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তাদের সঙ্গে সমঝোতা করেই ৩০০ আসনে মনোনয়ন দেবে জামায়াত। তবে ঘোষিত প্রার্থী তালিকা বিশ্লেষন করে দেখা গেছে এবার জামায়াতের অন্তত ১৫ জন চিকিৎসক মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে দলটির আমি ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুজনই চিকিৎসক। তারা দুজন দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে।

fff f

এ ছাড়াও সম্ভাব্য তালিকায় রয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বিভিন্ন পর্যায়ের ১৩ জন চিকিৎসক। তারা হলেন- অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর), অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল), অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী সদর-২ (সদর), ডা. সুলতান আহমেদ বরগুনা ২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী), ডা. এসএম খালিদুজ্জামান (ঢাকা-১৭), ডা. এ টি এম রেজাউল করিম চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), ডা. একেএম ফজলুল হক চট্টগ্রাম-৯ (চান্দগাঁও, ডবলমুরিং), ডা. আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়), ডা. ফরিদুল আলম চট্টগ্রাম-১২ (পটিয়া), ডা. শাহাদাৎ হোসেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক), ডা. মোসলেহ উদ্দীন ফরিদ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা), ডা. মুহাম্মদ আবু নাছের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, আংশিক পাচঁলাইশ) ও ডা. ফখরুদ্দিন মানিক ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী)।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহা. আতাউর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়নে বহুমাত্রিক গুণের নেতৃত্বের সমাহার। চিকিৎসকরা সমাজের মানবিক মানুষ হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে এ সকল প্রার্থীরা জনগণের কন্ঠস্বরের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments