ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বেনজীর আহমেদের ডিগ্রি বাতিলের প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বেনজীর আহমেদের ডিগ্রি বাতিলের প্রস্তাব


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এবার সেই ডিগ্রি বাতিলের প্রস্তাব উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে।

বুধবার (২৬ জুন) রাত পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনের বাজেট আলোচনার সময় এই ডিগ্রি বাতিলের প্রস্তাব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।
রঞ্জিত কুমার সাহা উল্লেখ করেন, ‘বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রাম থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। এই প্রোগ্রামে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি এবং শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। কিন্তু বেনজীর আহমেদের ক্ষেত্রে তা ছিল না এবং শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল।’ এইসব কারণ উল্লেখ করে তিনি বেনজীর আহমেদের ডিগ্রি বাতিলের প্রস্তাব করেন।

Post a Comment

0 Comments