রাখাইনে তীব্র সংঘাত চলছে, এপারে মর্টার এবং বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

রাখাইনে তীব্র সংঘাত চলছে, এপারে মর্টার এবং বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার আশপাশে জান্তা সমর্থিত বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে সাড়ে ১২টার পর থেকে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোতে মর্টার শেল ও বোমা বিস্ফোরণের ভারী শব্দ শোনা যায়। রাত ২টা পর্যন্ত এই শব্দে সীমান্ত এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে। এ সময় রাখাইনের আকাশে বিমানের শব্দও শোনা যায়।

টেকনাফ পৌর শহরের জালিয়া পাড়ার বাসিন্দা আবুল আলী বলেন, "রাখাইনে গভীর রাতে একের পর এক মর্টার শেল ও বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। এই বিকট শব্দে আমাদের ঘরবাড়ি কাঁপছে। বাচ্চারা ভয়ে কাঁদছে।"

সদর ইউনিয়নের বাসিন্দা শাহ আলম বলেন, "রাতে শুধু রাখাইনের মুহুর্মুহু বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।"

Post a Comment

0 Comments