ছাগল-কাণ্ডে আলোচিত সেই তরুণ এনবিআর কর্মকর্তার সন্তান

 ছাগল-কাণ্ডে আলোচিত সেই তরুণ এনবিআর কর্মকর্তার সন্তান

অবশ্য ফেসবুকে বিতর্কের মুখে ওই ছাগল ইফাত আর বাসায় নেননি বলে দাবি করেছে ছাগলটির মালিক সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ। তবে ইফাত আরও বেশি দামে একাধিক গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। যদিও এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, ছেলের ছাগল-কাণ্ডের পর শুরু হওয়া আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হচ্ছে যে, চট্টগ্রাম, গাজীপুর ও নরসিংদীতে তাঁর ও পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি রয়েছে। এর মধ্যে শেয়ারবাজারে তাঁর বিপুল বিনিয়োগের খবরও বেরিয়েছে। সরকারি কর্মকর্তা হলেও শেয়ারবাজারে প্লেসমেন্ট শেয়ারের বড় ব্যবসায়ী তিনি। এনটিভিতে এক সাক্ষাৎকারে মতিউর রহমান স্বীকার করেছেন, বিভিন্ন কোম্পানির আইপিও কম দামে কিনে পরে বেশি দামে বিক্রি করে তিনি মুনাফা করেছেন।
মতিউর রহমান বর্তমানে এনবিআর সদস্য ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। তিনি সোনালী ব্যাংকের পরিচালকের পদেও রয়েছেন। প্রথম আলোকে তিনি জানিয়েছেন, এবার ঢাকার বাইরের একটি খামার থেকে কোরবানির পশু কিনেছেন; কিন্তু ছাগল কেনার বিতর্ক তাঁর পরিবারের ঈদ মাটি করে দিয়েছে। তিনি দাবি করেন, ১৫ লাখ টাকার ছাগল কিনতে যাওয়া ইফাত তাঁর সন্তান নয়।

তবে, মতিউর রহমানের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইফাত যে তাঁর সন্তান, সেটির প্রমাণ হিসেবে ছবি ও তথ্য প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ এ বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করেছেন।
kk k
পরে জানা যায়, ইফাতের মা শাম্মী আখতার শিভলী ওরফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। শাম্মী আখতারের বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আত্মীয়।

নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে বলেন, ১৫ লাখ টাকার ছাগল কেনার বিতর্কিত ইফাত তাঁর মামাতো বোন শাম্মী আখতার শিবুর ছেলে। শাম্মী আখতার এনবিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক প্রথম আলোকে জানান, মতিউর রহমান তাঁর চাচাতো বোনের স্বামী এবং ইফাত তাঁদের সন্তান। শাম্মী আখতারের ভাইয়েরা বিদেশে থাকেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে এনবিআর সদস্য মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
kk k
এদিকে, ফেসবুকে ইফাতের পক্ষ থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়, ইফাতের আইফোনটি একজন নিকটাত্মীয় দিয়েছেন এবং তার মামার অর্থবিত্ত রয়েছে। জানা যায়, পোস্টদাতা আবিদুল ইসলাম ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিনের ছেলে এবং একরামুল হক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

মতিউর রহমানের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এই সংসারে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ছাগল-কাণ্ডের পর লায়লা কানিজ আর উপজেলা পরিষদে যাননি। তার তিনটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এনবিআরের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ১১তম বিসিএসে বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন মতিউর রহমান এবং পরে কাস্টমস ক্যাডারে একীভূত হন। তাঁর ছেলের বিষয়ে সহকর্মীরাও অস্বস্তিতে রয়েছেন।
kkk
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বলেছেন, ‘এটা কোনো প্রশ্ন নয়। এ নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না।’

Post a Comment

0 Comments