‘কোথায় গেল এত আওয়ামী লীগ!’
বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ‘কোথায় গেল এত আওয়ামী লীগ!’। প্রতিবেদনে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়েছে।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করে বলেছেন, ‘কোটা আন্দোলন ঘিরে সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা কোনো জায়গায় রুখে দাঁড়াতে না পারা দলীয় সাংগঠনিক ব্যর্থতা।’
এখন খোদ দলের ভিতরেই প্রশ্ন উঠেছে-এত আওয়ামী লীগ গেল কোথায়?
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, কোটা সংস্কার আন্দোলন একটি প্রতীকমাত্র। সারা দেশেই আওয়ামী লীগের এ অবস্থা।
ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে আওয়ামী লীগের যে মাঠের রাজনীতি তা সংকুচিত হতে হতে প্রায় নিঃশেষিত।
0 Comments