"জামায়াত ও এনডিএম-এর মধ্যে মতবিনিময় সভা: বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান"
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) বিরাজমান পরিস্থিতিতে সকল দল ও শ্রেণী পেশার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয় বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন যে, সকলকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং দলীয় স্বার্থকে মুখ্য বিবেচনা করা উচিত নয়। এছাড়া, ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যাহত করার জন্য একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং কিছু জায়গায় দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
সভায় গণহত্যা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করা হয়। সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এনডিএম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ববি হাজজাজ, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান, মহাসচিব মোমিনুল আমিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান, এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান।
এছাড়া, ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। সভায় শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলার চেষ্টা করছে এবং দেশের অভ্যন্তর ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ছাত্রশিবিরকে দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য পাশে থাকার আহ্বান জানান।
f ff
সভায় জামায়াতের নায়েবে আমীর মাওলানা আ.ন.ম শামসুল আলম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

0 Comments