"সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই: নাহিদ"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি শনিবার দুপুরে এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, “ডিবি হেফাজতে থাকার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা প্রতিবাদস্বরূপ অনশন করেছিলাম।”
এর আগে, বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা নাহিদ ইসলামসহ ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়।
আজ শনিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুক লাইভে এই ঘোষণা দেন আন্দোলনের অন্য এক সমন্বয়ক, আবদুল হান্নান। পাশাপাশি, আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনেরও ডাক দেওয়া হয়েছে। ‘ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা এবং খুনের প্রতিবাদ’ ও ‘৯ দফা’ দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
0 Comments