"প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা উচিত: শফিকুর রহমান"
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত 'বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক মেহেদী হাসান ও জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠানে' তিনি এই মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, নতুন দেশ গঠনে গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার উৎস। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রতিটি পরিবার হত্যাকারীদের বিচারের দাবি তুলছে, এবং দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। জামায়াতের পক্ষ থেকে তিনি প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং যেকোনো প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর দুঃখ-বেদনা আজ পুরো দেশের জনগণের কষ্টে পরিণত হয়েছে। শহীদদের পরিবারের সদস্যরা দেশের জন্য তাদের প্রিয়জনকে উৎসর্গ করেছেন। নতুন বাংলাদেশে আমরা আশা করি, এই বিপ্লবের প্রত্যেক শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।
শফিকুর রহমান আরও উল্লেখ করেন, শত শত শহীদের রক্ত এই জমিনকে উর্বর করেছে। আগামীর বাংলাদেশ যেন এই শহীদদের স্বপ্নের আলোকে গড়ে তোলা হয়, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শহীদদের পরিবারের চরম উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার অবশ্যই এসব শহীদদের পাশে দাঁড়াবে। জামায়াত মানবতার কল্যাণে নিবেদিত একটি সংগঠন হিসেবে বসে থাকতে পারে না এবং শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করে যাবে।
ff f
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মুহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন, ড. মোবারক হোসেন এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস এম কামাল উদ্দিন প্রমুখ।

0 Comments