ইন্টারনেট মানুষের ডিজিটাল রাইটস, কথায় কথায় বন্ধ চলবে না

 ইন্টারনেট মানুষের ডিজিটাল রাইটস, কথায় কথায় বন্ধ চলবে না


 ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “ইন্টারনেট এখন মানুষের ডিজিটাল অধিকার এবং মানবাধিকার হিসেবে বিবেচিত হয়। ইন্টারনেট শুধু কথায় কথায় বন্ধ করা চলবে না; এটা মানবাধিকার লঙ্ঘন।” 


আজ রোববার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

নাহিদ ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ বা ডিজিটাল ক্র্যাকডাউন নিয়ে তদন্ত শুরু হবে আজ থেকেই। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


তিনি আরও বলেন, “দুর্নীতিকে প্রশ্রয় দেব না। তরুণদের কথা শুনে আইসিটি খাত গঠনে কাজ করব এবং তারুণ্যনির্ভর উন্নয়নে মনোনিবেশ করব।”

Post a Comment

0 Comments