উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঢাকার উত্তরায় বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা এবং উত্তরা ১১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমিছিলের ডাক দিয়েছিল, যার প্রতিক্রিয়ায় পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়, আর শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। আওয়ামী লীগ সমর্থকেরা শিক্ষার্থীদের ধাওয়া দিলে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং বিভিন্ন ত্রাসমূলক অস্ত্র ব্যবহার করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন, আর আওয়ামী লীগ সমর্থক ও পুলিশ জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়।
0 Comments