"শহীদ মিনারে শিক্ষার্থী ও জনতার উপচে পড়া ভিড়"
কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করছে। শুক্রবার সকালে উত্তরা ও আফতাবনগরে এবং জুমার নামাজ শেষে সাইন্সল্যাব ও বায়তুল মোকাররম এলাকায় এই মিছিল শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়ার পর, বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিলটি হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে চলে যায়। প্রেস ক্লাবে জড়ো হয়ে, শহীদ মিনারের দিকে ‘শিক্ষার্থী-জনতা দ্রোহযাত্রা’ ব্যানারসহ মিছিল নিয়ে এগিয়ে যেতে দেখা যায় আন্দোলনকারীদের।
এদিকে বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যেই আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এবং উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গণমিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল। তারা কোটা আন্দোলনে সংঘাতের ঘটনায় বিচার দাবি করে এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ নানা স্লোগান দেয়। মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে। এতে বলা হয়, দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির ও গির্জায় প্রার্থনা এবং পরবর্তীতে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। সকল নাগরিকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
0 Comments