মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি চালানো হয়, এতে দুজন নিহত হন।

 মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি চালানো হয়, এতে দুজন নিহত হন।


চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। বৃহস্পতিবার রাত আটটার দিকে বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন-কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটে। এলাকাটি নগরের শেষ প্রান্তে, হাটহাজারী উপজেলার সীমান্তে অবস্থিত।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হাঁটছিলেন। নাহার কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করেন।

atOptions = { 'key' : 'f80193c2672ba5e203174031b01b31d3', 'format' : 'iframe', 'height' : 90, 'width' : 728, 'params' : {} }; >fff

কায়সার ও আনিসের বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায়। দুজনই আওয়ামী লীগের সমর্থক এবং স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

fff

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ প্রথম আলোকে জানান, অক্সিজেন–কুয়াইশ সড়কে গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই আনিসের মৃত্যু হয়। কায়সারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নগর ও জেলা পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।

Post a Comment

0 Comments