**জামায়াত আমিরের নেতৃত্বে দেশ একটি রোল মডেল হয়ে উঠবে: উসামা**
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এক মেয়াদে দেশ পরিচালিত হলে, দেশটি সারা বিশ্বের জন্য একটি রোল মডেল হয়ে উঠবে।
এই মন্তব্যটি ইসলামিক বক্তা মুফতি আলী হাসান উসামা শুক্রবার (৩০ আগস্ট) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে করেছেন।
উসামা বলেন, "দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াগুলো ডা. শফিকুর রহমান সাহেবকে নিয়ে যেভাবে প্রশংসা করছে, তা নজিরবিহীন। সব ধরনের মানুষ, দল-মতের ভেদাভেদ ভুলে তার প্রশংসা করতে বাধ্য হচ্ছে। তাই বলা যায়, যদি তার হাতে দেশের নেতৃত্ব আসে, তাহলে লাখো অমুসলিমও দ্বিনের পথে আসবে এবং দেশ সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে উঠবে।"
এর আগে, ১৮ আগস্ট, কওমি আলেমদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের মতবিনিময় শেষে উসামা আরও একটি ফেসবুক পোস্টে বলেন, "দেশ, ধর্ম ও জাতির চরম সংকটে ঐক্যের প্রচেষ্টাগুলো সফল ও সার্থক হোক। শ্রদ্ধেয় আমিরে জামায়াতের আহ্বানে আজ কওমি ঘরানার আলিম-উলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে।"
তিনি আরও উল্লেখ করেন, "ডা. শফিকুর রহমান সাহেবের ব্যক্তিত্ব যেকাউকে মুগ্ধ করার মতো। এই বয়সেও তার কর্মচাঞ্চল্য যেন উদ্যমী তরুণের মতো। প্রথম সাক্ষাতে মনে হলো, যেন কতকালের চেনা। তিনি বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খেলেন। রাতে মহফিল থাকায় প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে পারিনি। আমার আলোচনায় আমি রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য রুখে দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যের আহ্বান জানিয়েছি।"
উসামা বলেন, "ইখতিলাফ ছিল, আছে, থাকবে; তবে ইসলামকে সম্মিলিতভাবে বিজয়ী করতে হবে। ঐক্যের ভিত্তি শাখাগত মাসআলা বা ইখতিলাফি বিষয় নয়, বরং মৌলিক বিষয়ের ওপর ভিত্তি করেই ঐক্য গড়ে তুলতে হবে। এক সরকার যাবে, আরেক সরকার আসবে; তবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের বিকল্প কিছু হবে না। ইসলামপন্থিদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। সবাই মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ থাকলে, ইসলামের পক্ষে গণআন্দোলন গড়ে তোলা সহজ হবে।"
ff f
তিনি আরও বলেন, "বাংলাদেশের অনেক মানুষ ইসলামের বিজয় চায় না, কারণ তারা ইসলামের পূর্ণাঙ্গ চিত্র বুঝতে পারেনি। তাদের অজ্ঞতার কারণে তারা সেক্যুলার বিশ্বাস লালন করে। অন্যদিকে, যারা ইসলামকে বিজয়ী দেখতে চায়, তারা ইসলামি দলগুলোর কাদা ছোঁড়াছুঁড়ির কারণে বিরক্ত হয়ে ওঠে। তাই জাতীয় সংকটে সব ভেদাভেদ ভুলে মৌলিক বার্তা তুলে ধরতে হবে। তখন ইসলামের পক্ষে বিপ্লব ঘটানো সহজ হবে।"
এছাড়া, দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে গুগল নিউজে "gnews" অনুসরণ করতে বলা হয়েছে।
0 Comments