শহীদদের রক্তের প্রতি বেঈমানী করলে প্রতিদিনই গণ-অভ্যুত্থানের সৃষ্টি হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ।

 শহীদদের রক্তের প্রতি বেঈমানী করলে প্রতিদিনই গণ-অভ্যুত্থানের সৃষ্টি হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, যদি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের রক্তের দাগ শুকানোর আগেই কেউ ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে চায়, তাহলে তা শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। আর এমন বেঈমানী করলে এ দেশের সচেতন জনতা চুপ করে বসে থাকবে না; বরং প্রতিদিনই ৫ আগস্টের মতো গণ-অভ্যুত্থান হবে।

শুক্রবার, ৩০ আগস্ট, রাজধানীর কেরাণীগঞ্জের সাহারা কমিউনিটি সেন্টারে বাউফল উন্নয়ন ফোরাম আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, সাবেক শিবির নেতা এ.বি.এম কামাল হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, আবুল হোসেন, মোহাম্মদ আল আমিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
fff

বাউফলবাসীর উদ্দেশ্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভবিষ্যতে বাউফল কোনো ব্যক্তির হাতে থাকবে না; এটি জনগণের হবে। ছাত্র-জনতার আন্দোলনে শুধু বাউফলের ৬ জন ভাই শহীদ হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, বাউফলের সন্তানরা শুধু বাউফলকে রক্ষা করে না, তারা সমগ্র বাংলাদেশকেও রক্ষা করতে পারে। বাউফলে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আমাদের তরুণ ছাত্র সমাজ যতদিন সজাগ থাকবে, ততদিন কেউ স্বৈরাচারী হতে পারবে না। ছাত্র-জনতার মাধ্যমে ১৫ বছরের দীর্ঘ জগদ্দল পাথর থেকে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করেছেন। এবার বাউফলের ছাত্রসমাজ তাদের কাঙ্খিত বাউফল গড়তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ছাত্র-জনতার অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো বিজয় অর্জন করেছি। তাই এ দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এবার জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জামায়াতে ইসলামকে বেছে নেবে, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের শাহাদাত কবুলিয়াত এবং আহত ও চিকিৎসাধীনদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। 

Post a Comment

0 Comments