চিকিৎসকদের ‘সম্পূর্ণ বন্ধের’ ঘোষণা

চিকিৎসকদের ‘সম্পূর্ণ বন্ধের’ ঘোষণা


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ দুপুর ২টা থেকে সারা দেশে ডাক্তাররা কর্মবিরতি তথা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০ টায় ঢাকা মেডিক্যাল কলেজের প্রশাসনিক গেটে ডা. আবদুল আহাদ এই ঘোষণা দেন।


m mm
তিনি জানান, দুপুর ২টায় বাগান গেটে তাদের দাবি নিয়ে তারা ব্রিফ করবেন এবং সেখানে একটি গণজমায়েতের আয়োজন করা হয়েছে। ডাক্তারদের সঙ্গে নার্সরাও সংহতি প্রকাশ করেছেন।

ডাক্তারদের দাবির মধ্যে রয়েছে: অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাকা মেডিক্যাল কলেজসহ দেশের সব হাসপাতালে আর্মিসহ নিরাপত্তা বাহিনী নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

ডা. আহাদ বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের অপারেশনসহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম ‘কমপ্লিট শাটডাউন’ থাকবে। এর জন্য দায়ভার চিকিৎসকদের ওপর নয়, প্রশাসনের ওপর বর্তাবে, কারণ তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশের চিকিৎসকরা টানা ৭২ ঘণ্টা সেবা দিয়েছেন এবং নিজেদের পকেটের টাকা দিয়ে রোগীদের ওষুধ ও খাবার কিনে দিয়েছেন।

m mm

ডা. আহাদ আরও জানান, গতকালের ঘটনার সময় সার্জারি বিভাগের একজন রেসিডেন্ট ডাক্তার অপারেশনের জন্য থিয়েটারে যান, যেখানে রোগীর লোকজন ভেতরে ঢুকে তার সঙ্গে ধস্তাধস্তি করে। আরেকজন ডাক্তার তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে পরিচালকের রুমের সামনে নিয়ে আসে। আমরা পরিচালক স্যারের আশ্বাসে রাত ১১টায় আবার কর্মস্থলে ফিরি এবং সকাল ৮টা পর্যন্ত সেবা দেই। কিন্তু নিরাপত্তা বাহিনী যথাস্থানে উপস্থিত না থাকায় পরবর্তী সময়ে আরও দুটি ঘটনা ঘটে।

Post a Comment

0 Comments