জুতা থেকে ঘড়ি, তাদের বিলাসবহুল জীবন

 জুতা থেকে ঘড়ি, তাদের বিলাসবহুল জীবন


সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী, প্রায়ই নীতিকথা বলতেন। মাঝে মাঝে তার কথা শুনে বিভ্রম হতো, যেন তিনি মসজিদের ইমাম। কিন্তু আল-জাজিরার অনুসন্ধানে ধরা পড়া তার হাসি এবং বিলাসবহুল জীবনধারার প্রকাশ ছিল দেখার মতো। গর্বভরে নিজের বিলাসী জীবনযাপনের কথা বলেছিলেন তিনি। যেমন, তার বাচ্চা কুমিরের চামড়ায় তৈরি জুতার দাম ৯ লাখ টাকা, যা হেরডস থেকে অর্ডার করতে লাগে চার মাস। প্রতিবার লন্ডনে গেলে সুট কেনায় খরচ করেন কয়েক কোটি টাকা।

ওবায়দুল কাদের, দীর্ঘদিন আওয়ামী লীগের সেতুমন্ত্রী ছিলেন। ফেসবুকে সুটেড-বুটেড ছবি পোস্ট করায় আলোচিত হলেও সমালোচনা তিনি পাত্তা দিতেন না। নেত্র নিউজ তার ঘড়ি বিলাস নিয়ে রিপোর্ট প্রকাশ করলে হৈচৈ পড়ে যায়। প্রশ্ন ওঠে, একজন মন্ত্রীর লাখ লাখ টাকার ঘড়ি কেনার অর্থ আসে কোথা থেকে?


সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদও ছিলেন বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দামি রোলেক্স ঘড়ি নিয়ে ব্যাপক আলোচনা হয়।


আল-জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাইফুজ্জামান চৌধুরী তার বিলাসী জীবন নিয়ে কথা বলেন। এক ব্যক্তির জুতার প্রশংসা করে জানতে চান কোন ব্র্যান্ডের। সেই ব্যক্তি জানান, এটি টেইলর ব্র্যান্ডের। সাইফুজ্জামান জানান, তার জুতা হেরডস থেকে অর্ডার করা, যার দাম ৯ লাখ টাকা এবং বাচ্চা কুমিরের পেটের চামড়া দিয়ে তৈরি। প্রতি জোড়া জুতার দাম ১২ হাজার পাউন্ড বা ১৮ লাখ টাকা।

ffff

ওবায়দুল কাদেরের ঘড়ি বিলাস নিয়ে নেত্র নিউজের রিপোর্টে উল্লেখ করা হয়, কাদের দুর্নীতি করে ঘড়ির মতো দামি সামগ্রী পছন্দ করতেন। ফেসবুকে তিনি নিয়মিত ছবি পোস্ট করতেন, যা নেটিজেনদের মধ্যে হাস্যরস ও সমালোচনার জন্ম দিতো। একাধিক ঘড়ি বিশেষজ্ঞের সহায়তায় তার রোলেক্স ও অন্যান্য বিলাসবহুল ঘড়ির মূল্য কোটি টাকারও বেশি হিসাব করা হয়। যদিও কাদেরের আয় ও সম্পদের বিবরণে এর সঙ্গতি পাওয়া যায়নি।


সাবেক আইজিপি বেনজীর আহমেদও তার রোলেক্স ঘড়ি নিয়ে আলোচনায় ছিলেন। নেত্র নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, তার রোলেক্স ঘড়ির দাম ৯ লাখ টাকা, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল।

Post a Comment

0 Comments