ইসলামী ব্যাংকের শেয়ারগুলো মূল মালিকদের কাছে ফেরতের ব্যবস্থা করতে হবে।

 ইসলামী ব্যাংকের শেয়ারগুলো মূল মালিকদের কাছে ফেরতের ব্যবস্থা করতে হবে।


ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে স্ট্যাটাস দিলেন আইনজীবী শিশির মনির

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র মালিকানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে শিশির মনির লেখেন, "ইসলামী ব্যাংকের মূল মালিকদের ভয়ভীতি দেখিয়ে, জোরপূর্বক ও মাফিয়া কায়দায় শেয়ার হস্তান্তর করে নিয়েছেন ব্যাংক খেকো এস আলম। এভাবেই তিনি ব্যাংকটির ৮২% শেয়ারের মালিক হয়ে উঠেছেন।"

তিনি আরও লেখেন, "অতি দ্রুত এই শেয়ার মূল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। প্রয়োজনে আমরা আইনি লড়াইয়ে যাব।"

প্রসঙ্গত, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক হিসেবে ১৯৮৩ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments