মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে আপত্তি জানিয়েছে এনসিপি।"

 মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে আপত্তি জানিয়েছে এনসিপি।"


মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: এনসিপি আহ্বায়ক"

ন্যূনতম সংস্কার নয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করছে মৌলিক সংস্কার ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের লক্ষ্যে—এমন মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে তা গ্রহণযোগ্য হবে না। এমন নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না, সেটাও তখন বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে।”

গতকাল বুধবার রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি চিফ অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম জানান, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া, নির্বাচন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র প্রতিনিধি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও এনসিপির আদর্শ, গঠনপ্রক্রিয়া ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা ব্যাখ্যা করেছি, কী প্রেক্ষাপটে আমাদের দল গঠিত হয়েছে এবং কোন লক্ষ্যকে সামনে রেখে আমরা এগোচ্ছি।”

সংস্কার প্রক্রার প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়েই দল কাজ করছে এবং এই তিন দফা প্রস্তাব তারা সংস্কার কমিশনে পেশ করেছে।

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মাঠ পর্যায়ে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখছে না বলেই মনে হচ্ছে। বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষেই অবস্থান নিচ্ছে। এমনকি মাঠপর্যায়ে চাঁদাবাজি চললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।”


Post a Comment

0 Comments