গৃহকর্মী মর্জিনা আক্তারের স্বামী সাদ্দাম হোসেনকে ইসলামী ব্যাংকে (এসপিও) পদে সরাসরি নিয়োগ দিয়েছে এস আলম।

 গৃহকর্মী মর্জিনা আক্তারের স্বামী সাদ্দাম হোসেনকে ইসলামী ব্যাংকে (এসপিও) পদে সরাসরি নিয়োগ দিয়েছে এস আলম।


বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে অন্তত ১ কোটি টাকা জমা থাকার তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানা গেছে, তাঁর স্বামী সাদ্দাম হোসেনকে ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা (এসপিও) পদে সরাসরি নিয়োগ দিয়েছে সাইফুল আলমের মালিকানাধীন এস আলম গ্রুপ। এই নিয়োগ ২০২৩ সালের মে মাসে দেওয়া হলেও ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাদ্দাম হোসেনকে প্রথমে পদায়ন করা হয় ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনে, এরপর ৫ আগস্ট তাঁকে চট্টগ্রামের চকবাজার শাখায় বদলি করা হয়। জানা গেছে, ব্যাংকে তিনি এস আলমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। পদায়নের পর তিনি নিয়মিত অফিস না করলেও, সাম্প্রতিক সময়ে অফিস করছেন।


মর্জিনা আক্তার, যিনি সাইফুল আলমের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেছেন প্রায় এক দশক ধরে, তাঁর নামে ইসলামী ব্যাংকে ২২টি হিসাবে ১ কোটি টাকারও বেশি স্থায়ী আমানতের সন্ধান পেয়েছে এনবিআর। এ ছাড়া, এস আলম গ্রুপের অধীনে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে এসে প্রায় ১০ হাজার নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, যাদের অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।


নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরীক্ষা ছাড়াই সাদ্দাম হোসেনকে এসপিও পদে নিয়োগ দেওয়া হয়, যেখানে তাঁর মাসিক বেতন ধরা হয়েছে ৫৫ হাজার টাকা, যা বিভিন্ন সুবিধাসহ ১ লাখ টাকারও বেশি। এস আলমের প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে সাদ্দাম ও মর্জিনার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগও উঠেছে, যা স্থানীয় প্রশাসন তদন্ত করছে।

fff

ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া অনুসারে, সাধারণত স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা কর্মকর্তা হিসেবে শুরু করেন এবং পদোন্নতির মাধ্যমে জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা (এসপিও) পদে পৌঁছান। তবে সাদ্দাম হোসেন কোনো ব্যাংকিং অভিজ্ঞতা ছাড়াই সরাসরি এসপিও পদে নিয়োগ পেয়েছেন।

Post a Comment

0 Comments