হাসিনা পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই তাত্ত্বিক নেতা কে?
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলম।
এর মাধ্যমে মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক। তার এই নিয়োগের পর থেকে সবার মনে প্রশ্ন জাগছে: কে এই মাহফুজ আলম? ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি তেমনভাবে আলোচনায় আসেননি, কিন্তু হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ পাওয়ায় তাকে নিয়ে সবার মনে কৌতূহল বেড়েছে।
fff
মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া, তিনি ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবেও পরিচিত ছিলেন।
মাহফুজ আলম প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ত্যাগের পর। এর কিছুদিন পর, তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। সেখানে তিনি নতুন রাজনৈতিক সংগঠন গঠন, গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করা এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপের মাধ্যমে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরির বিষয়গুলো তুলে ধরেন।
ff f
তার সম্পর্কে আরও খোঁজ নিয়ে জানা গেছে, আড়াল থেকেই তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করে গেছেন। অনেকে তাকে ২০২৪ সালের এই আন্দোলনের মাস্টারমাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক হিসেবে অভিহিত করেন।
0 Comments