"পলকের জাদুকরী কাণ্ড"

"পলকের জাদুকরী কাণ্ড"


 জুনাইদ আহমেদ পলক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, তার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। দুই মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন, আইসিটি খাতের বিভিন্ন প্রকল্প থেকে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুদকের চলমান অনুসন্ধানে বেরিয়ে এসেছে, পলক এককভাবে বিভিন্ন প্রকল্প থেকে ১৫ শতাংশ কমিশন নিতেন, যা দিয়ে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়েছেন।

mm m

দুদক জানিয়েছে, পলকের বিরুদ্ধে এত বেশি অভিযোগ রয়েছে যে, সেগুলো তদন্ত শেষ করতেও সময় লাগবে। তার সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং দুবাইয়ে সম্পদের তথ্য পাওয়া গেছে, তবে পাচারকৃত অর্থের পূর্ণাঙ্গ হদিস এখনো মেলেনি। এ কারণে, পলক ও তার পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউ'র কাছে চিঠি দেয়া হয়েছে।

mm m

পলক তার ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে আইসিটি বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ নেন এবং বিভিন্ন প্রকল্প থেকে মোটা অংকের অর্থ পকেটে নিতেন। বিশেষ করে "ডিজিটাল বাংলাদেশ," "এ টু আই," "শেখ রাসেল ডিজিটাল ল্যাব," "হাইটেক পার্ক" প্রকল্পের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। দুদকের অনুসন্ধান বলছে, পলক ও তার স্ত্রীর নামে ঢাকার গুলশান, ধানমন্ডি ও বনানীতে ১৮টি ফ্ল্যাট এবং পূর্বাচলে একাধিক প্লট রয়েছে।

mm m

পলকের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তিনি দীর্ঘদিন ধরে এসব এড়িয়ে আসছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে।

Post a Comment

0 Comments