৮ বছর পর পিতার কবর জিয়ারত করলেন মাওলানা নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিব মোমেন।
৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেছেন তার বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি পাবনার সাঁথিয়া উপজেলার মন্মথপুর কেন্দ্রীয় গোরস্থানে পিতার কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের পর অনুষ্ঠিত সাধারণ জনতার বিশাল সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজিব মোমেন। সাঁথিয়া উপজেলা আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, এবং জেলা কর্ম পরিষদ সদস্য ডা. আব্দুল বাসেত খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল এস এম আব্দুল্লাহ এবং জামায়াত নেতা কামরুজ্জামান বকুল।
f ff
সমাবেশে ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, "জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা ন্যায়বিচারে বিশ্বাসী। ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তার দোসরদের ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।" তিনি আরও বলেন, "আমার পিতা সহ যাদের হত্যা করা হয়েছে, সেই মিথ্যা বিচারের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার নাজিব মোমেন জানান, এলাকাবাসী ও দল চাইলে তিনি পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে আগামী নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত আছেন।
f ff
এর আগে, ১৩ সেপ্টেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন নাজিব মোমেন। ঢাকায় পৌঁছানোর পর তিনি সাঁথিয়া ও বেড়ার বিভিন্ন স্থানে সমাবেশে অংশ নেন। তাঁর আগমন উপলক্ষে স্থানীয় জনগণ এবং জামায়াতের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সন্ধ্যায় তিনি পাবনা শহরের আরিফপুর গোরস্থানে জামায়াতের কেন্দ্রীয় সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানের কবরও জিয়ারত করেন।

0 Comments