এস আলম গ্রুপের ‘ব্যাংক লুটের’ কাহিনি-৩
ঋণ নিয়ে শেয়ার কিনে ব্যাংকের মালিকানা দখলের পদ্ধতিতে
এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করেছে প্রশান্ত কুমার (পি কে) হালদারের মতো কৌশলে। পি কে হালদার ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা দিয়ে ব্যাংকের শেয়ার কিনে মালিক হন। ইসলামী ব্যাংকের নথি থেকে জানা যায়, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের আগে তাদের তিন প্রতিষ্ঠানের নামে ৩,৬০০ কোটি টাকা ঋণ ছিল। তারা ঋণের টাকা পরিশোধ না করে শেয়ার কিনে ব্যাংকের মালিক হয়ে যায়। এরপর বিভিন্ন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে আরও শেয়ার কিনে সাতটি ব্যাংকের মালিক হন।
পি কে হালদার ২০১৪ সালে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান দখল করতে নামে-বেনামে কোম্পানি খুলে শেয়ার বাজার থেকে শেয়ার কেনেন এবং ঋণের টাকা সরিয়ে নেন। একই কৌশলে ২০১৬ সালে এস আলম গ্রুপও বিভিন্ন কোম্পানি খুলে ইসলামী ব্যাংকের শেয়ার কেনে এবং দখল করে। পরে তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশের বাইরে কোম্পানি খোলে।
২০১৬ সালে এস আলমের বিভিন্ন নামে নিবন্ধিত কোম্পানিগুলো ইসলামী ব্যাংকের শেয়ার কেনা শুরু করে। এসব কোম্পানির মালিক এস আলম গ্রুপ। এরপর ব্যাংকের ২০ শতাংশ শেয়ার এস আলমের হাতে চলে আসে। পি কে হালদারও একইভাবে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে এবং ঋণের টাকা সরিয়ে নেয়।
ff f
২০১৯ সালে পি কে হালদার ভারতে পালিয়ে যান, পরে কানাডা ও সিঙ্গাপুরে বসবাস শুরু করেন। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমও এখন সপরিবারে সিঙ্গাপুরে বসবাস করছেন।

0 Comments