.শেখ হাসিনার নতুন ফোনালাপ, নিজেকে প্রধানমন্ত্রী দাবি

 .শেখ হাসিনার নতুন ফোনালাপ, নিজেকে প্রধানমন্ত্রী দাবি


গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান জাতির উদ্দেশে ভাষণে হাসিনার পদত্যাগের ঘোষণা দেন।


এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা পদত্যাগ করেননি এবং তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার এ বিষয়ে নিজেই বিস্ফোরক মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা।

শুক্রবার ফাঁস হওয়া একটি ফোনালাপে হাসিনা বলেন, তিনি এখনও পদত্যাগ করেননি, তাই বর্তমান প্রধানমন্ত্রী তিনিই। একইসঙ্গে ড. ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলেও অভিযোগ করেন তিনি।


উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনার একাধিক ফোনালাপ ফাঁস হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা তানভীরের সঙ্গে একটি কথোপকথনও ফাঁস হয়েছে।


ফোনালাপটিতে তানভীর শেখ হাসিনাকে "আপা" সম্বোধন করে বলেন, তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং নিউইয়র্কে মিটিং-মিছিল করছেন। শেখ হাসিনা তাকে বাংলাদেশে না এসে প্রবাস থেকেই সহযোগিতা করতে বলেন এবং আইনজীবীদের সাহায্য করার পরামর্শ দেন। 


তানভীর আরও বলেন, তার ধারণা এবার ট্রাম্প নির্বাচিত হলে তাদের জন্য ভালো হবে। শেখ হাসিনা জবাবে বলেন, যে-ই আসুক, তাদের সঙ্গে যোগাযোগ রাখা ভবিষ্যতে কাজে আসবে।


তানভীর শেষের দিকে কাঁদতে কাঁদতে শেখ হাসিনাকে সমবেদনা জানিয়ে বলেন, তিনি তার নির্দেশ পেলেই বাংলাদেশে ফিরে দল গোছানোর কাজে নামবেন। শেখ হাসিনা তখন তাকে সতর্ক করে বলেন, দেশে গেলেই তার নামে মামলা দেওয়া হবে, কারণ তার বিরুদ্ধেও ১১৩টি মামলা রয়েছে।

ff f

এ সময় হাসিনা জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক মহলে এসব মিথ্যা মামলার কথা জানাতে হবে বলেও মন্তব্য করেন।

Post a Comment

0 Comments