পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি ম্যুরাল নির্মাণে ব্যয় ১১৭ কোটি টাকা।
পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি ম্যুরাল এবং সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণে ১১৭ কোটি টাকা ব্যয় করেছে পূর্বের আওয়ামী লীগ সরকার। ম্যুরাল নির্মাণে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ব্যয় অত্যন্ত অস্বাভাবিক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি, এবং অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। এ প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের "বালিশ-কাণ্ডে" জড়িত ছিল।
fff
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও অস্বাভাবিক ব্যয় করা হয়েছে, যেখানে ব্যয় হয় ৮৯ কোটি টাকা। এখানেও উন্মুক্ত দরপত্র ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। সেতু প্রকল্পের এক কর্মকর্তা বলেছেন, প্রতিযোগিতার ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করা হলে ম্যুরাল নির্মাণে ৫০ কোটি টাকাও খরচ হতো না।
ম্যুরাল ও সংশ্লিষ্ট স্থাপনার নির্মাণে ১১৬ কোটি ৯২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। ম্যুরালের নির্মাণ ব্যয় পদ্মা সেতু প্রকল্পের নদীশাসন অংশ থেকে দেখানো হয়। অনেক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ব্যয়কে অস্বাভাবিক বলে মনে করছেন।

0 Comments