নারী উপস্থাপক হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়ার সময় অশ্রুসিক্ত হলেন।

 নারী উপস্থাপক হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়ার সময় অশ্রুসিক্ত হলেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়ার সময় এক নারী উপস্থাপক কেঁদে ফেলেছেন।


শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম আল-মাইয়িদীনে নাসরুল্লাহর মৃত্যুসংক্রান্ত সংবাদ প্রচারের সময় ওই উপস্থাপক আবেগে ভেঙে পড়েন। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ff f

বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। শুক্রবার তার মৃত্যুর দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), এবং পরে হিজবুল্লাহও শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।


আরও পড়ুন: ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হওয়া নাসরুল্লাহ, যার বাবা ছিলেন সবজি বিক্রেতা


আল-মাইয়িদীনকে হিজবুল্লাহর মুখপত্র হিসেবে বিবেচনা করা হয়।

ff f

৬৪ বছর বয়সী সাইয়েদ হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং তিনি তিন দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি লেবাননের শিয়া ইসলামিস্ট আন্দোলনের নেতা হিসেবেও পরিচিত ছিলেন।

 

Post a Comment

0 Comments