শিগগিরই রোডম্যাপ প্রকাশ করবে সরকার : এম সাখাওয়াত

 শিগগিরই রোডম্যাপ প্রকাশ করবে সরকার : এম সাখাওয়াত

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রোডম্যাপ ঘোষণা করবে। আজ শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: মানবাধিকার প্রসঙ্গ' শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। 

f ff

সাখাওয়াত হোসেন বলেন, "অনেকগুলো কাজ সম্পন্ন হওয়ার পর রোডম্যাপ প্রকাশ হবে। মাত্র দুই মাসের মধ্যে বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে। 

ff f

এর মধ্যেই ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, যার ফলে প্রশাসনকে পুনর্গঠনের প্রয়োজন পড়ছে। তবে আমি আশাবাদী, খুব শিগগিরই রোডম্যাপ প্রকাশ হবে। রাজনৈতিক দলগুলোকে ইতোমধ্যে ডাকা হয়েছে এবং গঠিত কমিশনগুলোর পক্ষ থেকেও আলোচনা হবে।"

 

Post a Comment

0 Comments