সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশ-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়ে একটি ই-মেইল পাঠিয়েছে। এ তথ্য চাওয়া হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিএফআইইউ-এর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রের তথ্যমতে, সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থাটি এস আলম গ্রুপ ও এর মালিকদের সম্পদ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ করেছে। বর্তমানে তথ্য প্রস্তুতির প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তা প্রেরণ করা হবে। মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন সংক্রান্ত তথ্য বিনিময় বিএফআইইউ-এর দায়িত্বের আওতায় পড়ে।
সম্প্রতি এস আলম গ্রুপের দেশ-বিদেশে থাকা বিপুল সম্পদের বিষয়ে দেশের গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় যে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল আলম সিঙ্গাপুরে প্রায় এক বিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছেন। এ প্রতিবেদনগুলো প্রকাশের পর সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থার নজরে আসে এস আলমের বিদেশে থাকা সম্পদ।
FFF
প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পরপরই এস আলম গ্রুপ কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ হারায়। অভিযোগ রয়েছে যে প্রতিষ্ঠানটি এই ব্যাংকগুলো থেকে এক লাখ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে।
0 Comments