২৬ তারিখে কী ঘটবে, কেন এত আলোচনা চলছে?

 ২৬ তারিখে কী ঘটবে, কেন এত আলোচনা চলছে?


প্রযুক্তি ডেস্ক: ২৬ সেপ্টেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়েছে। অনেকেই জেনে বা না জেনে ২৬ তারিখ নিয়ে পোস্ট করছেন, কেউ আতঙ্কিত হচ্ছেন, কেউবা মজার ছলে মন্তব্য করছেন। কারও পোস্টে সরল প্রশ্ন: "কী হবে ওইদিন?" ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, ও টিকটক জুড়ে এ নিয়ে চলছে আলোচনা।

f ff

ফেসবুকে কেউ লিখছেন, "২৬ তারিখ কি শেখ হাসিনা কিছু করবেন?" আরেকজন লিখেছেন, "২৬ তারিখে অনেকে কোটিপতি হবে নাকি!" আবার অনেকে জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা জানাচ্ছেন।


ফেসবুকে ২৬ তারিখ সার্চ করলে দেখা যায়, বিষয়টি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে দেখা যায়, প্রায় ১ লাখ ৪৬ হাজার ব্যবহারকারী এ নিয়ে আলোচনা করছেন। মূলত ২৬ সেপ্টেম্বরকে ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছে টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট, "হামস্টার কমব্যাট"। এই গেমে বিভিন্ন টাস্ক পূরণ করে গেম কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়, যা গেমাররা প্রচার করছে। তাদের দাবি, ২৬ তারিখে এই কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।


কেউ কেউ বলছেন, টেলিগ্রামে এমন আরও অনেক গেম আছে, যেগুলো মাঝে মাঝে তাদের গেম কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দেয়। কিন্তু "হামস্টার কমব্যাট" বিশেষভাবে টিকটকের কারণে বেশি পরিচিত হয়েছে।

f ff

অনেকে এ দাবির বিরোধিতা করে বলছেন, যদি এত সহজেই কোটিপতি হওয়া যেত, তাহলে মানুষ কাজ করত না। তাদের প্রশ্ন, যদি ৩০০ মিলিয়ন ফলোয়ারকে মাত্র দুই ডলার করে দেওয়া হয়, তাহলে বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে?


২৬ সেপ্টেম্বর নিয়ে চলমান জল্পনা-কল্পনার মাঝে অনেকেই কৌতূহল কিংবা আতঙ্ক নিয়ে ফেসবুকে পোস্ট করছেন। তবে নিশ্চিতভাবে বলা যায়, ২৬ তারিখ নিয়ে যতই গুজব থাকুক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Post a Comment

0 Comments