অবশেষে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ

অবশেষে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছিল, এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। এ ঘোষণার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের পূজায় ইলিশ পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। এ সংক্রান্ত আদেশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

m mm

আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজার উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যারা ইতোমধ্যেই রপ্তানির জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

নতুন সরকারের অধীনে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে এই সিদ্ধান্ত আসলো। এর আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, এবছর ইলিশ রপ্তানি নাও হতে পারে। ভারত থেকে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছিল।

mm m

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করছে ভারত। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, টানা পাঁচ বছর ধরে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে আসছে, যদিও ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। ২০১৯ সাল থেকে পুনরায় রপ্তানি শুরু হয়। ভারতের ব্যবসায়ীরা প্রতি বছর দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশের চাহিদা জানিয়ে থাকে। গত বছর বাংলাদেশ থেকে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানি করা হয়েছিল।

m mm

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন, ‘আমরা দুঃখিত, এবছর ভারতে ইলিশ পাঠানো সম্ভব হবে না। এটা খুব দামি মাছ এবং আমাদের দেশের মানুষই তা পর্যাপ্ত পরিমাণে খেতে পারে না, কারণ বেশিরভাগ ইলিশ ভারতে পাঠানো হয়।’
 

Post a Comment

0 Comments