আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জাতির পথপ্রদর্শক।
সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "মুফাসসিররা পথহারা জাতির পথ দেখানোর দায়িত্ব পালন করেন। এটি দয়া নয়, বরং তাদের কর্তব্য। অতীতে যারা এই দায়িত্ব পালন করেছেন, আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। তারা জীবনের বিপদ-আপদের পরোয়া না করে আল্লাহর পথে নিজেদের উৎসর্গ করেছেন।"
তিনি আরও বলেন, "তাফসির মাহফিল থেকে জনগণ যে আধ্যাত্মিক খোরাক চায়, তাফসিরকারীরা তা প্রদান করছেন। আপনাদের বক্তব্য যদি কোরআন, সুন্নাহ ও সাহাবীদের জীবনের আলোকে হয়, তবে মানুষ তা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারবে।"
ff f
তিনি শহীদ আল্লামা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিচারণ করে বলেন, "কোরআনের তাফসিরের ময়দানে তার অবদান অমূল্য। আজ তিনি বেঁচে থাকলে এই সম্মেলনে দেখতে পেতেন তার সাজানো ফুলের বাগান।"
সম্মেলনে বিশেষ অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন, যেখানে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং ভবিষ্যৎ সমাজ গঠনে মুফাসসিরদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
0 Comments