ইরানে ইসরাইলের হামলা নিয়ে উদ্বিগ্ন রাশিয়া
ইরানে ইসরাইলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি ইরান-ইসরাইলের বিরোধকে 'উত্তেজনার বিস্ফোরণ' হিসেবে বর্ণনা করেছে। শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরাইলের হামলার পর বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এ ঘটনার নিন্দা
জানিয়েছে। রাশিয়াও এ নিন্দায় যুক্ত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, "আমরা সব পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাই। সহিংসতা বন্ধের এবং বিপর্যয়কর পরিস্থিতি প্রতিরোধের জন্য আহ্বান জানাই।" এ খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল অনলাইন।
0 Comments