জাতীয় ঐক্যের মূল ভিত্তি হবে ২০২৪ সালের গণআন্দোলন: জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “জাতীয় ঐক্যের ভিত্তি হবে ২০২৪ সালের গণবিপ্লব। এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে যেন আমাদের দলসহ কোনো রাজনৈতিক দল ভিন্ন পথে হাঁটার চেষ্টা না করে। যারা তা করবে, তাদের স্বৈরাচারের পথে হাঁটতে হবে, আর বর্তমান প্রজন্ম সেই ব্যর্থতা আর মেনে নেবে না।”
শুক্রবার সকালে গাজীপুর জেলার নগপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমি আমার দল ও সব রাজনৈতিক দলকে সতর্ক করতে চাই। জনগণের চেতনার বিপক্ষে যেন আমরা কেউ না দাঁড়াই। জনগণের ন্যায্য দাবি থাকলে তা পাশ কাটানোর চেষ্টা যেন না করি। তবে যদি কোনো বিশেষ মহল জাতিকে ধোঁকা দিতে চায়, আমাদের লক্ষ্য থাকবে তাদের প্রতিহত করা।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে, তারা আমাদের প্রিয়। তাদের দাবি ছিল সুবিচার, যা সমাজে প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, লুণ্ঠন বন্ধ হবে এবং ঘুষের রমরমা বাণিজ্য থাকবে না। আমরা এমন একটি সরকার পেয়েছিলাম, যেখানে জনগণের টাকায় ব্যক্তিবন্দনা চলত। স্বৈরাচারী শাসকরা বলত, ‘আমি সবচেয়ে বড়।’ এ ধরনের শাসন আমরা আর দেখতে চাই না।”
জাতীয় সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “দল ও ধর্ম যার যার, দেশ সবার। জাতীয় স্বার্থে বিভাজন কাম্য নয়। সংকট মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং একজন নাগরিকের ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে না। বিচারপ্রার্থী সুবিচার পাবে এবং মানবিক রাষ্ট্র গঠনে আমরা দেশের জনগণের সহায়তা ও দোয়া চাই।”
f ff
এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানীসহ স্থানীয় নেতারা।
0 Comments