"আফিল উদ্দিন আমার বড় ভাই, তবে আমাদের মতাদর্শে পার্থক্য রয়েছে।" - শেখ বশিরউদ্দিন

 "আফিল উদ্দিন আমার বড় ভাই, তবে আমাদের মতাদর্শে পার্থক্য রয়েছে।" - শেখ বশিরউদ্দিন


আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের তিন স্ত্রীর ১৫ সন্তানের মধ্যে অন্যতম শেখ আফিল উদ্দিন, সাবেক সংসদ সদস্য এবং শেখ বশিরউদ্দিন, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। শেখ আকিজ উদ্দিন ১৯৯৯ সালে তাঁর সন্তানদের মধ্যে ব্যবসার দায়িত্ব ভাগ করে দেন, তখন থেকেই শেখ আফিল এবং শেখ বশিরের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তাঁদের পারিবারিক সম্পর্কও সীমিত। ২০২৩ সালে শেখ বশির নিজের আকিজবশির গ্রুপের যাত্রা শুরু করলে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে শেখ আফিল অংশ নেননি।



সম্প্রতি শেখ বশির বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তবে, কিছু মহল তাঁকে শেখ আফিলের রাজনৈতিক সহযোগী মনে করলেও, ব্যবসায়িক মহল জানায়, তাঁদের রাজনৈতিক মতাদর্শে পার্থক্য রয়েছে। শেখ বশির শুধুমাত্র ব্যবসায় মনোযোগী ছিলেন, যেখানে আফিল ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন।


শেখ বশির গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, ‘আন্দোলনকারীদের আবেগের প্রতি আমার কোনো বিরোধ নেই, তবে তাদের দেওয়া তথ্য বিভ্রান্তিকর।’ প্রথম আলোকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘আফিল উদ্দিন আমার বড় ভাই, তবে আমরা আলাদা মায়ের সন্তান এবং আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা।’


শেখ আকিজ উদ্দিনের প্রথম স্ত্রীর সন্তানদের মধ্যে শেখ আফিল যশোরে আফিল গ্রুপের নেতৃত্ব দেন। দ্বিতীয় স্ত্রীর সন্তান শেখ আমিন উদ্দিন তথ্যপ্রযুক্তি ও অন্যান্য ব্যবসায় এবং শেখ আজিজ উদ্দিন কৃষি ও পুঁজিবাজার খাতে নিযুক্ত আছেন। তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে পাঁচ ভাই আকিজ গ্রুপের বিভিন্ন অংশ সামলাতেন; পরবর্তীতে তাঁরা নিজেদের ব্যবসা ভাগাভাগি করেন এবং আলাদা প্রতিষ্ঠানের দায়িত্ব নেন।


fff

২০২৩ সালে আকিজবশির গ্রুপের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ বশির তাঁর মা মনোয়ারা বেগমকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, শেখ বশির রাজনীতি থেকে দূরে থাকেন এবং আওয়ামী লীগ সরকারের সাথে তাঁর কোনো ঘনিষ্ঠতা ছিল না।

Post a Comment

0 Comments